স্বর্ণ চোরাচালানকারীদের গডফাদার দোলনের বিচার দাবি ব্যবসায়ীদের
স্বর্ণ চোরাচালানকারীদেরগডফাদার এনামুলহক খানদোলনের বিচারদাবি জানিয়েছেনবায়তুল মোকাররমমার্কেটের ক্ষুদ্রব্যবসায়ীরা।
বুধবার বেলা১২টায় বায়তুলমোকাররম ব্যবসায়ীগ্রুপ কার্যালয়েএক সংবাদসম্মেলনে এদাবি জানানতারা। সংবাদসম্মেলনে লিখিতবক্তব্যে ক্ষুদ্রব্যবসায়ী আলমগীরহোসেন বলেন, সাম্প্রতিক সময়েবায়তুল মোকাররমব্যবসায়ী গ্রুপেরসাবেক সাধারণসম্পাদক এনামুলহক খানদোলন স্বর্ণচোরাচালানের মূলহোতা হিসেবেদেশি-বিদেশিআইন প্রয়োগকারীসংস্থার নজরদারিতেরয়েছে বলেগণমাধ্যমে তথ্যএসেছে। আমরা (ক্ষুদ্র ব্যবসায়ীরা) বায়তুল মোকাররমমার্কেটের সামনেহকারি করেকোন রকমেজীবন ধারণকরি। কিন্তুএনামুল হকখান দোলনেররোষানল থেকেআমাদের মতোহকাররাও রক্ষাপায় নাই।বায়তুল মোকাররমমার্কেটের নিরাপত্তাকমিটির চেয়ারম্যানেরক্ষমতা অপব্যবহারকরে তিনিদিনের পরদিন আমাদেরউপর অত্যাচারকরে এসেছে।আমাদের বাঁচারশেষ সম্বলদোকানের মালামালআটক করেনিয়ে যেতেনএবং পরবর্তীতেআমাদের মালামালগুলোঅন্যদের দিয়েদিতেন। কেউপ্রতিবাদ করলেতাকে অকথ্যভাষায়গালাগালি করত, অনেক সময়শারীরিকভাবে নির্যাতনওকরতেন এনামুলহক খানদোলন।
লিখিত বক্তব্যেআরো বলেন, আমাদের পরিচয়আমরা ব্যবসায়ী।আমরা ব্যবসাকরে জীবিকানির্বাহ করি।আমরা যেটুকুসঞ্চয় করেছিতা এনামুলহক খানদোলন নিয়েগেছে। আমরাভুক্তভোগী সাধারণব্যবসায়ীরা আপনাদেরমাধ্যমে এরসুবিচার প্রার্থনাকরছি। পাশাপাশিএনামুল হকখান দোলনেরঅপকর্মের জন্যতার বিরুদ্ধেআইনি ব্যবস্থানিতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকেঅনুরোধ করছি।
এনামুল হকখান দোলনক্ষমতার অপব্যবহারকরে বিভিন্নসুবিধা গ্রহণকরেছে এরমধ্যে অন্যতম-দেশেরবিভিন্ন ব্যক্তিরনিকট থেকেজোরপূর্বক ঋণগ্রহণ করেপরিশোধ করেনি।শুধু দেশেনয় বিদেশেওএকাধিক ব্যক্তিরনিকট থেকেবড় অঙ্কেরটাকা হাতিয়েনিয়েছেন।
সংবাদ সম্মেলনেদুবাইয়ের ব্যবসায়ীতোফাজ্জল হোসেনবলেন, গত৪ থেকে৫ বছরআগে আমারকাছ থেকেপ্রায় তিনকোটি টাকাব্যবসায়িক কাজেধার হিসেবেনিয়েছিলেন এনামুলহক খানদোলন। দীর্ঘদিনধরে আমাকেঘুরাচ্ছে, আমারপাওনা টাকাদিচ্ছে না।