নিজ দেশের অর্থনৈতিক-সামরিক সফলতার প্রশংসায় কিম জং উন

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের বার্ষিক সভা শুরু হয়েছে। সোমবার এই সভায় উপস্থিত হন প্রেসিডেন্ট কিম জং উন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সভায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ‘বিচ্ছিন্ন দেশ’ এর ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং সামরিক শক্তির প্রশংসা করেছেন।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, সভার উদ্বোধনী দিনে কিম বিদায়ী বছরের ‘সফলতা এবং প্রবৃদ্ধি’ ফোকাস করেন। কর্মকর্তাদের তিনি আরও ‘রোমাঞ্চকর এবং আত্মবিশ্বাসী সংগ্রাম’ এর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় কিম জং উন কিভাবে তার দেশের ‘রাজনীতি, সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক’ ক্ষেত্রে উন্নতি হয়েছে, তার বিস্তারিত তুলে ধরেন। এসব অর্জনকে তিনি নজিরবিহীন, শ্রমসাধ্য এবং তীব্র সংগ্রামপূর্ণ বলেও মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights