অস্ট্রেলিয়ার ইউটিউবার লুক ডামান্ট অসুস্থতার সংবাদ দিলেন
ঢাকায় ঘুরতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার ভ্লগার লুক ডামান্ট পেটের সমস্যায় ভুগেছেন। সোমবার নিজের ফেসবুক পেজে এক ভিডিওতে তিনি এই তথ্য জানিয়েছেন।
ভিডিওর প্রথম দিকে তাকে শুয়ে থাকতে দেখা যায়। লুক ডামান্ট জানান, তিনি খুবই অসুস্থ। মারাত্মক পেটের পীড়ায় ভুগছেন। খাবারের সমস্যা থেকে তার পেটের পীড়া দেখা দিয়েছে। এ ছাড়াও তিনি ঠাণ্ডা, জ্বর ও প্রচণ্ড মাথাব্যথায় ভুগছেন। তিনি নাদির নামে এক ব্যক্তি ও তার বাবার সঙ্গে কথা বলার জন্য বের হন। এরপর হাসপাতালে যাওয়ার কথা জানান।
ভিডিওর বিবরণ অনুসারে, এটি শুক্রবারের ঘটনা। নাদির নামে ওই ব্যক্তি লুক ডামান্টকে উবারে করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেন। ভিডিওতে তাকে হাসপাতালে গিয়ে চিকিৎসকের কাছে অসুস্থতার বিবরণ ও পরবর্তীতে ওষুধ নিতেও দেখা যায়। এরপর তিনি হোটেলে চলে যান।
সম্প্রতি ঢাকার কারওয়ান বাজার এলাকায় ট্রাভেল ভ্লগার লুক ডামান্টকে ‘উত্যক্ত করার’ একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ‘উত্যক্তকারী’ ওই ব্যক্তিকে হাতকড়া পরিয়ে গ্রেফতারের দৃশ্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।