ইয়াবাসহ বান্দরবানে স্বামী-স্ত্রী আটক
ইয়াবাসহ এপিবিএন সদস্যের হাতে আটক হন স্বামী নয়ন ও তার স্ত্রী বেবি
বান্দরবানে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বান্দরবান পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড মেম্বারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মেম্বারপাড়া এলাকার অরুন চৌধুরীর ছেলে নয়ন চৌধুরী (৪৫) ও তার স্ত্রী বেবি চৌধুরী (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদে মেম্বারপাড়ায় অভিযান চালিয়ে ৪০৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান জাগো নিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।