গাজায় ‘নিষিদ্ধ’ ফসফরাস বোমা ফেলার অভিযোগ

অনলাইন ডেস্ক

ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। এরই মধ্যে উভয় দেশে প্রায় ২২০০ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০। আর গাজায় প্রাণ গেছে ৯৫০ জনের।

গাজায় মুহুর্মুহু বোমা ফেলছে ইসরায়েল। উপত্যকার কোনো কোনো অঞ্চল পুরো মাটির সঙ্গে মিশে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বলা যায়- যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ রূপ নিয়েছে হামাসের সঙ্গে ইসরায়েলের এই যুদ্ধ।

নিজেদের ঘোষিত সর্বাত্মক যুদ্ধে গাজায় ‘নিষিদ্ধ’ সাদা ফসফরাস বোমা ফেলার অভিযোগ ওঠেছে ইসরায়েলের বিরুদ্ধে।
ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে বুধবার আল জাজিরা জানিয়েছে, গাজার আল-কারামা এলাকায় গত রাতে সাদা ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। সেখানকার আটটি ১২তলা ভবন পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-কারামার বোমা হামলার একটি ভিডিও পোস্ট করেছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম এক্সে। তবে আল জাজিরা তৎক্ষণিকভাবে খবরটির সত্যতা যাচাই করতে পারেনি।

সাদা ফসফরাস মারাত্মক আগ্নেয়াস্ত্র হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক নীতি অনুসারে বেসামরিক কোনো স্থানে থাকা সামরিক লক্ষবস্তুতে এ বোমার ব্যবহার নিষিদ্ধ।

এছাড়া মানবাধিকার গোষ্ঠীর মতে, সাদা ফসফরাস সমৃদ্ধ অস্ত্র বেসামরিক এলাকায় ব্যবহার যুদ্ধাপরাধ।

মানুষ যখন বাড়িতে ঘরের ভেতর অবস্থান করছিলো, তখন তাদেরকে টার্গেট করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আশেপাশের বাসিন্দারা সিভিল ডিফেন্স এবং রেড ক্রসের কাছে সাহায্যের জন্য আবেদন করছেন। কিন্তু তাদের কাছে কোনো সাহায্য পৌঁছায়নি।

ঘটনাস্থলের লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের আওয়াজ শুনতে পাচ্ছেন এবং সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন।

এদিকে, বোমা হামলার পাশাপাশি গাজায় স্থল হামলা শুরু করতে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ কথা জানিয়েছেন।

এরই মধ্যে গাজা সীমান্তের তিন লাখ সৈন্য সমাবেশ করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েল সামরিক বাহিনীর একজন মুখপাত্র। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights