দিনাজপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে মজিবর রহমান নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

সোমবার সকাল ১১টায় দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মজিবর রহমান (৬৪) দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মথুরাপুর কুতুবডাঙ্গা গ্রামের বাসিন্দা।

জানা যায়, ২০১৪ সালের ২৫ অক্টোবর সন্ধ্যায় স্ত্রী কহিনুর বেগমের সঙ্গে ঝগড়া হয় মজিবর রহমানের। পরে তাদের সন্তানরা ঝগড়া থামান। রাতে সবাই ঘুমিয়ে পড়লে কহিনুরকে গলা কেটে হত্যা করেন মজিবর রহমান। পরদিন ২৬ অক্টোবর সকাল সাড়ে ৬টায় কহিনুরের ভাই জিয়াউর রহমানকে ফোন দিয়ে মজিবর রহমান বলেন, তোমার বোনকে খুন করিয়াছি, লাশ দাফনের ব্যবস্থা কর”। পরে জিয়াউর রহমান, নিহতের ছেলে বাবু মিয়া, সুজন এবং আব্দুল হালিম ঘরে ঢুকে মরদেহ দেখে পুলিশে খবর দেন। এ ঘটনায় নিহতের ছেলে বাবু মিয়া বাদী হয়ে বাবা মজিবর রহমানকে আসামি করে পার্বতীপুর থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম রবি বলেন, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার এ রায় দেন বিচারক। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights