দেশে করোনায় আরও একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে করোনায় সাতজনের মৃত্যু হলো। আর এ বছর মোট ১২ জন মারা গেলেন। আজকের মৃত্যু নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৯ হাজার ৪৮৯ জনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার বাসিন্দা। এই ২৪ ঘণ্টায় ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪৫ জনই ঢাকার। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৮ হাজার ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ২০ লাখ ১৫ হাজার ২৮৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights