নির্বিষ বোলিং-ফিল্ডিংয়ে বাংলাদেশের হতাশাজনক দিন
ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে হতাজনক একটি দিন উপহার দিলো দক্ষিণ আফ্রিকা। পুরো দিনে দেদারসে রান তুলে কেবল দুটি উইকেট হারিয়েছে তারা। বিপরীতে এক প্রকার নির্বিষ বোলিং-ফিল্ডিংয়ে গোটা দিন খেটে গেছে বাংলাদেশ। তাতেই স্কোর বোর্ডে ৩০৭ রান তুলে স্বস্তিতে দিন শেষ করেছে প্রোটিয়ারা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওয়ানডে মেজাজে ইনিংস শুরু করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। এ দিন ১৭ ওভারেই তারা তোলেন ৬৯ রান। এর পরপরই তাইজুলের ঘূর্ণিতে বিদায় নেন মারক্রাম। যাওয়ার আগে ৫৫ বলে ৩৩ রান করে যান করে দলীয় অধিনায়ক।
মাহিদুল ইসলাম অঙ্কনের গ্লাভস ফসকে জীবন পাওয়ার পর ভয়ঙ্কর হয়ে ওঠেন টনি ডি জর্জি। মধ্যাহ্ন বিরতির আগে ৭১ বলে ৪৯ রান করেন তিনি। এরপর তুলে নেন অর্ধশতক। চা বিরতিতে যাওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পূর্ণ করেন।
এদিকে, ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে স্টাবসও তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১৯৮ বলে ১০৬ রান করে তাইজুলের বলে বোল্ড হন তিনি। তাতে জর্জির সঙ্গে গড়া ২০২ রানের জুটি ভাঙে।
তবে, এখনও অপরাজিত রয়েছেন জর্জি। আলোক স্বল্পতার কারণে আগাম দিনের খেলা শেষ হওয়ার আগে ২১১ বলে ১৪১ রান করেছেন তিনি। দিনজুড়ে হাঁকিয়েছেণ ১০টি চার ও ৩টি ছক্কা। ৮১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান জড়ো করেছে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। অনুশীলনে কনকাশন চোটে পড়া জাকের আলী অনিকের জায়গায় সুযোগ পান আগের রাতে স্কোয়াডে যুক্ত হওয়া উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। জ্বরের কারণে একাদশে নেই লিটন দাস। জায়গা হারিয়েছেন নাঈম হাসান। তাদের বদলে খেলছেন জাকির হাসান ও নাহিদ রানা।