বিশ্বকাপ মাতিয়ে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার পান্ডিয়া

অনলাইন ডেস্ক
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ভারতের বিশ্বকাপ জয়ে অবদান রেখে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও পুরস্কার পেলেন হার্দিক পান্ডিয়া। ক্যারিয়ারে প্রথমবার অলরাউন্ডারদের মধ্যে এক নম্বরে উঠলেন তিনি, যৌথভাবে ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে।

পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ যথারীতি বুধবার (০৩ জুলাই) প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় দুইধাপ এগিয়ে এখন ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে চূড়ায় পান্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে হাইনরিখ ক্লসেন ও ডেভিড মিলারের উইকেট নেন পান্ডিয়া। এছাড়া আসরজুড়ে ব্যাটে-বলে দারুণ অবদান রাখেন তিনি। দেড়শর বেশি স্ট্রাইক রেটে করেন ১৪৪ রান ও বল হাতে নেন ১১ উইকেট।
প্রায় ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখা পান্ডিয়ার রেটিং এখন ২২২। সমান রেটিং পয়েন্ট শ্রীলঙ্কার হাসারাঙ্গারও।

এ নিয়ে সবশেষ তিন সপ্তাহে ভিন্ন তিনজনকে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের চূড়ায় দেখল ক্রিকেট বিশ্ব। গত সপ্তাহের হালনাগাদে এক নম্বরে ছিলেন হাসারাঙ্গা। তার আগের সপ্তাহে শীর্ষে উঠেছিলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।

দুই সপ্তাহের মধ্যে শীর্ষস্থান হারিয়ে আপাতত তিন নম্বরে স্টয়নিস। পরের দুটি জায়গায় জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও বাংলাদেশের সাকিব আল হাসান। মোহাম্মদ নাবির ৪ ধাপ পতনের সৌজন্যে গত এক সপ্তাহে কোনো ম্যাচ না খেলেও ১ ধাপ এগিয়েছেন সাকিব।

বোলারদের মধ্যে ৭১৮ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রাশিদ। ৭ ধাপ লাফিয়ে ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার গতিময় পেসার আনরিক নরকিয়া। তার নামের পাশে ৬৭৫ রেটিং।

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা জাসপ্রিত বুমরাহ এগিয়েছেন ১২ ধাপ। ৬৪০ রেটিং নিয়ে আপাতত ১২ নম্বরে আছেন ভারতীয় পেসার। তার সতীর্থ বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ ৩ ধাপ এগিয়ে উঠেছেন আট নম্বরে।

এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ ১৭ উইকেট নেওয়া বাঁহাতি পেসার আর্শদিপ সিং ৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৩ নম্বরে উঠেছেন। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি রিস্ট স্পিনার তাব্রেইজ শামসি ৫ ধাপ এগিয়ে উঠেছেন ১৫ নম্বরে।

ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে তেমন কোনো পরিবর্তন নেই। ৮৪৪ রেটিং নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন ট্রাভিস হেড। তার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে দুইয়ে সুরিয়াকুমার ইয়াদাভ। ২ ধাপ পিছিয়ে দশে নেমেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights