লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপহার হিসেবে মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরের রামগতিতে তিন হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরগাজী, চর রমিজ ও বড়খেরী ইউনিয়ন পরিষদের সামনে এসব কম্বলগুলো বিতরণ করা হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ইস্কান্দার মির্জা শামীমের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, জেলা পরিষদ সদস্য মামুন বিন জাকারিয়া, আলমগীর হোসেন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ ও চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights