লেবাননের ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে নতুন করে সংঘর্ষে নিহত ২
অনলাইন ডেস্ক
লেবাননের দক্ষিণাঞ্চলের একটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে সংঘর্ষে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, এর আগে সম্মত হওয়া যুদ্ধবিরতি চুক্তিপ্রতিদ্বন্দ্বী পক্ষগুলো মেনে নেয়নি।
শনিবার ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, আইন এল-হিলওয়েহ ক্যাম্পের অভ্যন্তরে লড়াইয়ে একজন নিহত হয়েছেন এবং শিবিরের বাইরে বিপথগামী বুলেটের আঘাতে আরেকজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা ডিপিএ নিউজ এজেন্সিকে জানিয়েছেন, ভারী মেশিনগানের গুলি এবং রকেট চালিত গ্রেনেডের শব্দ ক্যাম্প এবং এর উপকণ্ঠে প্রতিধ্বনিত হয়।
এর আগে শনিবার লেবাননের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবিরের অভ্যন্তরে সংঘর্ষ শুরু হয়। মূলধারার ফাতাহ আন্দোলনের সদস্য এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী যারা নিজেদের মুসলিম ইয়ুথ (যুব মুসলিম) বলে পরিচয় দেয় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আইন এল-হিলওয়েতে আনুমানিক ৮০ হাজার মানুষের বাস করে যাদের বেশিরভাগই ১৯৪৮ সালে প্রথম আরব-ইসরায়েল যুদ্ধের ফিলিস্তিনি উদ্বাস্তু এবং তাদের বংশধরগণ।