অদম্য টাইগারদের বিজয় দেখেছে বিশ্ব ক্রিকেট: জিএম কাদের

অনলাইন প্রতিবেদক
টেস্ট সিরিজে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট কোচ ও বোর্ড সংশ্লিষ্টদেরও অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে টাইগাররা বেশ উজ্জীবিত। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধেই টেস্ট সিরিজ জয়, জাতির জন্য এক অনন্য উপহার। প্রমাণ হয়েছে টাইগাররা ঘুরে দাঁড়াতে জানে। জয়ের জন্য লড়াই করতে শিখেছে শক্তিশালী দলের বিরুদ্ধে। আজ অদম্য টাইগারদের বিজয় দেখেছে বিশ্ব ক্রিকেট। ২৪ বছরের টেস্ট ইতিহাসে এবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতে টাইগাররা নতুন ইতিহাস গড়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, টাইগারদের এই বিজয়রথ আরো বর্ণিল হবে।

টেস্ট সিরিজে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights