অন্ধকারের গান
হাসিনা মরিয়ম
শীতের হিমেল এই নিশুতি রাতে
অন্ধকারের বুক চিরে আমি ছুটে চলেছি
কফির চুমুকে এক মদির ভাল লাগা তৈরী করে,
চার পাশের হিম ধরা নিরবতা
মাঝে মাঝে রাত জাগা পাখির আর্তনাদ
এক ধরণের মিশেল অনুভূতির কাপন জাগে মন ও মননে,,,
পেজা তুলোর ঐ মেঘের ভেলা পাহাড়ের উপর
কি করছে ?
আমার অপেক্ষা ,,?
ওরা কি জেনে গেছে আমি আসছি,,?
ঐ উচু পাহাড়ের ঢাল ঘেযে
কুয়াশার চাদরের ফাঁক গলে আলো আধারির যে
ডুব সাতার খেলা ,
ঐযে দিগন্ত রেখার বিস্তৃত বিস্তীর্ণ এলাকা জুড়ে কুয়াশার চাদর মুরিয়ে রেখেছে
ওখানেই কোথাও তুমি আছো,
জানি আমি ,
শুধু তুমি জানো না আমি আসছি,
এইতো ইথারে ভেসে আসছে তোমার নিঃশ্বাসের
মোহনীয় সুর,
আমি চোখ বন্ধ করে কান পেতে
শুনছি সেই মোহনীয় সুর,
তবে কি আমি আসার আগমনি বার্তা তোমার কাছে পৌঁছায়নি,?
পাহাড়ের আকাঁবাকা পথের দুধারে বুনোফুলের
মাদকতা সুবাস ছড়িয়ে পড়েছে চারপাশ,
এক অন্য রকম অনুভূতি ছড়ানো
চারপাশের শিশির ডেজা পথ বেয়ে
আমি আসছি সমতলের ছোট্ট কুটিরে,
যেখানে প্রকৃতি ও মানুষ একে অপরের
কালের সাক্ষী,
যেখানে তুমি আছো ,,,
ওখানেই আমার সবকিছু আছে,,,।