অবশেষে শিক্ষার্থীদের পক্ষে তাহসানের পোস্ট

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে প্রথম থেকেই সরব ছিলেন দেশীয় শোবিজের অনেক তারকা। আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতের ঘটনা নিয়েও প্রতিবাদ করতে দেখা যাচ্ছে তাদের। এবার সে তালিকায় যুক্ত হলেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে সহিংসতায় নিহতদের স্মরণে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলেন তিনি। তাহসান কবিতার ভাষায় নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। নিচে তাহসানের পোস্টটি হুবহু তুলে ধরা হলো :

এতগুলো যে তাঁজা প্রাণ হারাবার
সহানুভূতির ভাষা অপ্রতুল প্রতিবার
যে কষ্ট জানে শুধু আপনজন
শুধু শহীদের পরিবার
প্রতিবাদের ভাষা নিয়ে হবে শিল্পীর ব্যবচ্ছেদ
তাই মানসিক বিবাদে তটস্থ থাকি
বেঁচে থাকতে চাই আমি এই মাতৃভূমে
আমি দেশপ্রেমিক কোনো কবি

মেরুকরণের এই দেশে
দুই মেরুর উপাখ্যান প্রতিষ্ঠার যুদ্ধে আমি সব্যসাচী নই
ক্ষমতার বলয়ের বাইরে তাই গুজবের বলি হই
জ্বালাও পোড়াও সংঘাতের বিদ্রোহী কবিতো আমি নই

শান্ত কবি স্থিরতা চায়
শুধু একটাই অনুরোধ
দেশ গড়তে হবে তোমাদের
গড়ো মেরুকরণের বিরুদ্ধে অবরোধ

চিরায়ত সংঘাতের সংস্কৃতির বিরুদ্ধে অবরোধ
আমার সূর্য আজ অস্তমিত
তোমরা নতুন রবি
করজোড়ে ক্ষমা চাই বারংবার
শুধু একজন পরাজিত কবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights