আওয়ামী লীগের লুটপাট-দুর্নীতির কারণেই লোডশেডিং : আমীর খসরু

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির কারণেই দেশের মানুষকে লোডশেডিংসহ অরাজক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দুটি দলের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়। কার্যকর পদক্ষেপ নিতে তাদের কিছুটা সময় দিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্তকারীরা বসে নেই। উল্টো নানা অপকর্মে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এ বিষয়গুলোতে নজর রাখার পাশাপাশি সবাইকে সজাগ থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights