আজ কেমন থাকবে রাওয়ালপিন্ডির আবহাওয়া?
অনলাইন ডেস্ক
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন হাসান মাহমুদ। তুলে নিয়েছিলেন পাকিস্তানের ২ উইকেট। গতকাল হাসানের সঙ্গী হয়েছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তিনজনই পেসার। তিনজনই ফাস্ট বোলার। তিনজনের গতি, সুইং ও বাউন্সে নাভিশ্বাস উঠেছে স্বাগতিক ব্যাটারদের।
তিন টাইগার পেসার এতটাই আগ্রাসি মেজাজে বোলিং করেছেন যে, পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছে। নাজমুল বাহিনীকে টার্গেট দেয় ১৮৫ রানের। সেই টার্গেটে গতকাল ৭ ওভারে ৪২ রান তুলেও নেয় বাংলাদেশ। আজ শেষ দিন আরও ১৪৩ রান করতে হবে টাইগারদের। তুলে নিলেই নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের বিরল ইতিহাস গড়বে। যদিও সে স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে বৃষ্টি।
এ অবস্থায় বেশ চাপে আছে পাকিস্তান। ম্যাচ হারের চেয়ে বৃষ্টিতে ড্র হয়তো বেশি পছন্দ করবে তারা। এ অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশেরই ক্রিকেটভক্তদের মনে প্রশ্ন, আজ কেমন থাকবে রাওয়ালপিন্ডির আবহাওয়া? বৃষ্টির জোরাল সম্ভাবনা নিয়েই টেস্ট শুরু হয়েছিল রাওয়ালপিন্ডিতে। প্রথম দিনে গড়ায়নি কোনো বল। মাঝে আবহাওয়া খেলার অনুকূলে থাকলেও চতুর্থ দিন বিকেলে পুরো সেশন পরিত্যক্ত হয়।
একুওয়েদার বলছে, আজ সকালে রাওয়ালপিন্ডিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ১১ কিলোমিটার। এ ছাড়া তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস আরো বলছে, খেলা শুরুর সময় তথা স্থানীয় সময় সকাল ১০টায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর কিছু সময় বজ্রঝড়ের সম্ভাবনাও আছে। এ ছাড়া বৃষ্টির মাঝে রোদের ঝলকানিও দেখা যেতে পারে।
চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে যায়। রাওয়ালপিন্ডির আকাশে দেখা যায় ঘনকালো মেঘ, জ্বালানো হয় স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। তবে ম্যাচ চলার উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করেন আম্পায়াররা। এরই মধ্যে মাঠকর্মীরা পিচ ঢেকে দেন।