আবর্জনার ভেতর থেকে সদ্যজাত শিশুকে উদ্ধার করল পথকুকুর!

অনলাইন ডেস্ক

ঘটনাটি লেবাননের। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে জন্মের কয়েক ঘণ্টা পরই একটি কন্যা শিশুকে ব্যাগে করে রাস্তায় আবর্জনার ভেতর ফেলা দেওয়া হয়েছিল। একটি পথকুকুরের সুবাদে শিশুটিকে উদ্ধার হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার শহরের পৌরসভা ভবনের সামনে ময়লার ব্যাগের ভেতর পড়েছিল শিশুটি। একটি পথকুকুর সেটি দেখে এগিয়ে যায় এবং ব্যাগটি মুখে করে সামনে হাঁটতে থাকে।

এই অবস্থায় একজন পথচারীর চোখে দৃশ্যটি ধরা পড়ে। ব্যাগের ভেতর থেকে আসা শিশুটির কান্নার শোনার পর তিনি এগিয়ে যান এবং কুকুরটি মুখ থেকে ব্যাগ নিয়ে ভেতরে মেয়েশিশুটিকে দেখতে পান। তার সারা শরীরে আঘাতের কালশিটে দাগ ছিল।
ওই পথচারী প্রথমে শিশুটিকে ইসলামিক চ্যারিটি হাসপাতালে নিয়ে গেছিলেন; তারপর পুলিশ তাকে ত্রিপোলি সরকারি হাসপাতালে স্থানান্তর করেছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছে শিশুটি।

চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উদ্ধার করার মাত্র কয়েক ঘণ্টা আগে জন্মেছিল শিশুটি। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তার জন্মদাত্রীকে খুঁজে পাওয়া যায়নি। সূত্র: আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights