এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হলেন নাদিয়া আনোয়ার
অনলাইন ডেস্ক
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারপারসন মিস নাদিয়া আনোয়ার।
মিস নাদিয়া আনোয়ার মানসিক স্বাস্থ্যসেবা সংস্থা উইভলব লিমিটেড এর চেয়ারপারসন। মিস নাদিয়া আনোয়ার আমেরিকান ডেইরি লিমিটেড (এডিএল) এবং সুবারু বাংলাদেশ লিমিটেড এর পরিচালক। এছাড়াও তিনি ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত ম্যাক লুব্রিকেন্টেসের বাংলাদেশে একমাত্র পরিবেশক কেমলুব লিমিটেড এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।