এবার এনবিআরে বড় রদবদল

অনলাইন ডেস্ক

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই রদবদল চলছে একের পর এক সরকারি প্রতিষ্ঠানে। এ ধারাবাহিকতায় এবার বড় রদবদল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডেও (এনবিআর)। আলোচিত শুল্ক ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব ঈদতাজুল ইসলামসহ কাস্টমস ও ভ্যাট বিভাগের ১৯ কমিশনারকে বদলি করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার এনবিআর থেকে ইস্যু করা পৃথক দুটি আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। একটি আদেশে ১৯ কমিশনারকে ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, খুলনা, রংপুর, যশোর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের বিভিন্ন পদে বদলি করা হয়েছে।

অপর আদেশে জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত শুল্ক ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব ঈদতাজুল ইসলামকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিএরএ) এর নির্বাহী পরিচালক পদে বদলি করা হয়েছে। এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ঘনিষ্ঠ ঈদতাজুলের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করেছিলেন এনবিআরের কর্মকর্তারা।
তালিকা দেখতে ক্লিক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights