এমন হারের পর যে প্রতিক্রিয়া দেখালেন পাকিস্তানের সাবেকরা

অনলাইন ডেস্ক

পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে বাংলাওয়াশ করেছে টিম টাইগার্স। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। তাদের এমন হারে পাকিস্তানে ঘরে-বাইরে সমালোচনার ঝড় উঠেছে। সমালোচনা করেছেন জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক থেকে ইউনিস খান সবাই।

ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক ভিডিও বার্তায় ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ৬৭ বছর বয়সী জাভেদ মিয়াঁদাদ বলেছেন, ‘খুব খারাপ লাগছে যে পাকিস্তান ক্রিকেট দল আজ এই পর্যায়ে নেমে এসেছে। আমাদের ব্যাটিং যেভাবে ধসে পড়েছে, সেটাই দুশ্চিন্তার। এটা দেখাটাও যন্ত্রণার। বাংলাদেশের কৃতিত্ব মোটেও খাটো করছি না, দারুণ সুশৃঙ্খল পারফরম্যান্স দেখিয়েছে ওরা।’

টেস্টে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মিয়াঁদাদ শুধু খেলোয়াড়দের নয়, দোষ দেখছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও। তার দাবি, বোর্ডে চলমান ঝামেলার প্রেক্ষিতেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে পাকিস্তান দল, গত দেড় বছরে পিসিবিতে যা কিছু ঘটেছে এবং যেভাবে অধিনায়ক ও ম্যানেজমেন্ট বদলেছে, সেটা দলে প্রভাব ফেলেছে।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক কিংবদন্তি ইনজামাম-উল-হক বলেছেন, ঘরের মাঠে শেষ তিনটি টেস্ট সিরিজ হার ও শেষ ৯ ম্যাচে জিততে না পারা একটি উদ্বেগজনক রেকর্ড। ‘অতীতে বড় দলগুলোকে হারানোর জন্য হোম সিরিজ সবসময়ই আমাদের সেরা সুযোগ হিসেবে বিবেচিত হতো। কিন্তু এটা করতে হলেতো ব্যাটসম্যানদের রান পেতে হবে,’ বলেন তিনি।

পাকিস্তানের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ইউনিস খান বলেছেন, একটি দল যখন হেরে যাওয়ার চক্রে প্রবেশ করে তখন সেখান থেকে ফিরে আসা মানসিকভাবে কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, ‘আমাদের ব্যাটাররা অতীতে রান পেয়েছিল। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি বর্তমান সংকট কাটিয়ে উঠতে তাদেরকে মানসিকভাবে দৃঢ় এবং একটি স্বচ্ছ চিন্তা ভাবনায় থাকতে হবে।’ৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights