ওপেনএআইয়ের সাথে চুক্তির করছে অ্যাপল

অনলাইন ডেস্ক

আইফোনে চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট যুক্ত করার জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে অ্যাপল। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তিদের বরাত দিয়ে ব্লুমবার্গ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

অ্যাপলের পরবর্তী আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস ১৮-এ চ্যাটজিপিটির ফিচারগুলো ব্যবহার করার জন্য উভয় কোম্পানি চুক্তির শর্তাবলি চূড়ান্ত করছে। জেমিনি চ্যাটবটের লাইসেন্স দেওয়ার প্রসঙ্গে অ্যালফাবেট ইনকর্পোরেটেডের মালিকানাধীন গুগলের সঙ্গেও আলোচনা করেছে অ্যাপল। গুগলের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি, তবে আলোচনা চলমান রয়েছে।

ওপেনএআইয়ের সঙ্গে চুক্তিটির ফলে আইফোনে চ্যাটজিপিটির এআই ফিচারগুলো যুক্ত করতে পারবে অ্যাপল। আগামী মাসে বিষয়টি নিয়ে ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিটি।
ব্লুমবার্গ বলছে, অ্যাপলের ডেভেলপার সম্মেলন আগামী জুনে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে এআই জগতে প্রবেশ করবে কোম্পানিটি। নিজস্ব প্রসেসর দিয়ে তৈরি ডেটা সেন্টারের মাধ্যমে কিছু এআই ফিচার চালু করার পরিকল্পনা করছে অ্যাপল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights