কাজিরবাগে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প
ফেনী প্রতিনিধি :
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের উদ্যোগে ফেনীর সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিলাবাড়ীয়াতে বন্যাদুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আল মারকফ্রুল ইসলামের সহযোগিতায় বন্যাদুর্গত তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
এটি পরিদর্শনে যান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল, মায়ন পাটোয়ারী, সাবেক মেম্বার মমতাজ উদ্দিন, জেলা যুবদলের সহ সম্পাদক সাজু মেম্বার ও কাজিরবাগ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক।