কালিয়াকৈরে দুই গরু চোর আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া এলাকা থেকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে দুই চোরকে একটি গরুসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সড়কে টহলরত পুলিশ তাদের আটক করে।

আটককৃত গরু চোরের সদস্যরা হলো ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ধর এলাকার কৃষ্ণচন্দ্র দাসের ছেলে রনি চন্দ্র দাস (২৩) ও শরীয়তপুর জেলার জাজিরা থানার ছোট মোনলা এলাকার আজহার পাঠানের ছেলে মাসুম পাঠান (১৬)। ওই দুই চোর আশুলিয়ার থানার জিরানি এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে রাতের আধারে বিভিন্ন এলাকায় গিয়ে গরু চুরি করতো।

ঢালজোড়া গ্রামের সুলতান আলী বলেন, গরু চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় গভীর রাত পর্যন্ত গরু পাহাড়া দেই। বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত জেগে থেকে ঘুমাতে যাই। রাত ২টার দিকে গরু চোরেরা আমার একটি ষাড় গরু নিয়ে পালিয়ে যায়।
কালিয়াকৈর পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, গরু চোরেরা গরু চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাদের টহল পুলিশ তাদের আটক করে। পরে খবর পেয়ে গরুর মালিক ঘটনাস্থলে আসলে তাকে গরু দিয়ে দেওয়া হয়। আটককৃত চোরদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights