কিশোরগঞ্জে পাপনসহ ১১৭ জনের নামে মামলা
কিশোরগঞ্জ প্রতিনিধি
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবির সাবেক সভাপতি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনসহ ১১৭ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। রবিবার কিশোরগঞ্জ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ট্রাইবুনালে মামলাটি দায়ের করেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জাহের মিয়া জাহানের ছেলে পরিবহন শ্রমিক মামুন মিয়া।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র মামলাটি আমলে নিয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআই করার আদেশ দিয়েছেন।
মামলার অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এপিএস সাখাওয়াত মোল্লা, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ সভাপতি মির্জা সোলায়মান, ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, আওয়ামী লীগ নেতা সেফাত উল্লাহ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিব রায়হানসহ ১১৭ জন। এছাড়া ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।