কুমিল্লায় অবৈধ ওষুধ রাখায় জরিমানা
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় অবৈধ ওষুধ সংরক্ষণের দায়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে নগরীর কুমিল্লা বিসিক এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক ও কুমিল্লা ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ।
কুমিল্লা বিসিক এলাকার আইকন এনিমেল সাইন্স নামের প্রতিষ্ঠানে ২ ঘণ্টা ব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অবৈধ ওষুধ সংরক্ষণ করার দায়ে ওষুধ ও কসমেটিকস আইনে ২০ হাজার টাকা জরিমানা ও অবৈধ ওষুধগুলো জব্দ করা হয়েছে।
কুমিল্লা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা বলেন, অবৈধ ওষুধ সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা এবং ওষুধগুলো জব্দ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।