কুষ্টিয়ায় জেল পলাতক ২৫ মামলার আসামি গ্রেফতার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালানো ২৫ মামলার আসামি সামিরুল মন্ডলকে র্যাব গ্রেফতার করেছে। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।
তিনি বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা থেকে আলোচিত পলাতক আসামি সামিরুল মন্ডলকে (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতার সামিরুল দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি-মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২৫টি মামলা রয়েছে।
সামিরুল খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে। তাকে মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।
হাসিনা সরকারের পতনের একদিন পর গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে সামিরুলসহ ৯৮ জন কারাবন্দি পালিয়ে যায়। ওইসব পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ র্যাবের অভিযান চলমান থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।