কে হচ্ছেন কিংসের নতুন কোচ

ক্রীড়া প্রতিবেদক
ফুটবল অঙ্গনে আলোচনা এখন বসুন্ধরা কিংস নিয়েই। পেশাদার লিগের শুরু থেকেই দলটির প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন স্পেনের অস্কার ব্রুজোন। তাঁর প্রশিক্ষণে টানা পাঁচবার লিগ জেতে ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস গড়ে কিংস। তিনবার করে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপেও চ্যাম্পিয়ন হয়। তবে এএফসি কাপে কখনো গ্রুপ পর্ব পার হতে পারেনি। অস্কারের সঙ্গে কিংস ম্যানেজমেন্ট চুক্তি বাড়াচ্ছে না। স্প্যানিশ কোচ নিজেও বলেছেন কিংসে তার অধ্যায় শেষ। স্বাভাবিকভাবে বসুন্ধরা কিংস নতুন কোচের সন্ধানে নেমেছে। অক্টোবরে এএফসি চ্যালেঞ্জ লিগ ছাড়াও সামনে ঘরোয়া আসর রয়েছে। বিশেষ করে আসছে লিগে তাদের ডাবল হ্যাটট্রিক শিরোপার হাতছানি দিচ্ছে।

অস্কারের পর কে হচ্ছেন দেশের সবচেয়ে আলোচিত ক্লাব বসুন্ধরা কিংসের কোচ? এ ব্যাপারে ক্লাব সভাপতি ইমরুল হাসান বলেন, ‘এখনো আমরা কাউকে চূড়ান্ত করিনি। আশা করছি দ্রুত জানাতে পারব।’ তিনি এড়িয়ে গেলেও শোনা যাচ্ছে স্প্যানিশ না হলেও কিংসে ইউরোপের কোচই দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে রোমানিয়ান কোচ ভ্যানেরিউ তিতার নাম শোনা যাচ্ছে। উয়েফা প্রো-লাইসেন্সধারী হাইপ্রোফাইল এ কোচ ২০০৯-১০ মৌসুমে সিরিয়ার ক্লাব আল আহলির হয়ে এএফসি কাপে শিরোপা জেতান। এ ছাড়া দুবার লেবানন লিগ এবং একবার লেবানিজ কাপের শিরোপা জেতান। সিরিয়া জাতীয় দল কুয়েতের আল নাসর, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এএফসি, বাহরাইনের আল ফয়সালি, সৌদি আরবের আল-ওরাবাহ, ইরাকের তানবা, আল-মিনা এবং জর্ডানের আল-হুসেইন ক্লাবের দায়িত্ব পালন করেন।

আসছে মৌসুমে ঢাকা আবাহনীতে নতুন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এক স্প্যানিশ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবেও বিদেশে কোচ দেখা যাবে। ঢাকা মোহামেডানে আলফাজ আহমেদই কোচের দায়িত্বে থাকবেন। শেখ রাসেল ক্রীড়াচক্রের জুলফিকার মাহমুদ মিন্টু পুনরায় কোচের দায়িত্ব পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights