কোটা বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটা বাতিলসহ ৪ দফা দাবিতে ঘণ্টাব্যাপী দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বলেন, সোনার বাংলা বিনির্মাণে কোটা প্রথার কবর দিয়ে এদেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। আশা রাখছি হাইকোর্ট কোটার সুষ্ঠু সংস্কার করবেন। নইলে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights