খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও রাজানগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছেন, তাদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নয়ানগর কাসিমুউলুম মাদরাসার মোহতামিম মাওলানা সাহাদাত হোসেন।
শনিবার বিকাল ৩টার দিকে আমরা বিএনপি পরিবার, রাজানগর ইউনিয়নের আয়োজনে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর ভোকেশনালায় ইনস্টিটিউট প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান খোকনের সভাপতিত্ব উপজেলা বিএনপির সাবেক সদস্য কামরুল হাসান, জে আই চৌধুরী লিটন, ওমর ফারুক রিগ্যান ও শামিম হাসানের সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোমিন আলী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিরাজদিখান উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেয়াইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন মোল্লা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন ভূঞা ও মহিউদ্দিন আহমেদ সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক খান ও শাহ আলম, সিরাজদিখান যুবদলের নেতা লোকমান হোসেন, সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাদশাহসহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপি ও অন্যান্য নেতৃবৃন্দ।