খুলনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা নগরীর খালিশপুর জোড়াগেট এলাকায় শাওন (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শাওন জোড়াগেট এলাকার বাচ্চু তালুকদারের ছেলে।
পূর্ব শত্রুতার জের ধরে বুধবার (০৫ জুন) রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা জোড়াগেট মঈনের দোকানের সামনে রেল লাইনের কাছে শাওনের বুকের বাম পাশে তিনটি স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর জখম অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন। শাওন জোড়াগেট এলাকায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।