খুলনায় সালাম জুটমিলের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রূপসার সালাম জুটমিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মালিক পক্ষের দাবি, আগুনে ১৩০০ টন কাঁচা পাট, ৭৫০ টন পাটের সুতা ও মেশিনারিজসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২৫ কোটি টাকা।

জানা যায়, বুধবার বিকাল সাড়ে পাঁচটায় খুলনার রূপসার সালাম জুটমিলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে স্পিনিং মিলসহ তিনটি গোডাউনে।
সালাম জুটমিলের চেয়ারম্যান এম এম এ সালাম জানান, ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

তবে ফায়ার সার্ভিস খুলনা বিভাগীয় সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনের দূরত্ব ও মিলটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights