গাইবান্ধায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোশারফ হোসেন বলেছেন, নতুন বাংলাদেশে বৈষম্যের কোন ঠাঁই নেই। বিশেষ করে মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আমাদের। পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে চাই।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলনে কক্ষে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগস্টের আগের পরিস্থিতি নিয়ে আমি কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই বর্তমান পরিস্থিতি নিয়ে। এটুকু বলতে পারি প্রতিপক্ষ নই, আমি সাংবাদিকদের বন্ধু। সবাইকে সাথে নিয়ে বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে চাই।
সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আমি আপনাদের সহযোদ্ধা হতে চাই। আপনারা বস্তুনিষ্ঠভাবে প্রকৃত ঘটনা তুলে ধরবেন। মানুষের আস্থা অর্জন করেই আমরা ভবিষ্যৎ পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights