গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘ কর্মী নিহত
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় জাতিসংঘের একজন কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, সোমবার হাসপাতালে যাওয়ার পথে দক্ষিণ গাজায় এই হামলার ঘটনা ঘটে।
জাতিসংঘের গাড়িতে চড়ে রাফার নিকটবর্তী ইউরোপিয়ান হাসপাতালে যাওয়ার পথে হামলার শিকার হয় ওই কর্মীরা। এতে আরও একজন আহত হয়েছে।
তবে জাতিসংঘ হামলার ঘটনায় ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করেনি।
আর ইসরায়েলি সামরিক বাহিনী জানাচ্ছে, তারা জাতিসংঘের গাড়িতে হামলার ঘটনাটি খতিয়ে দেখছে। তাদের প্রাথমিক দাবি, যুদ্ধক্ষেত্র দিয়ে যাওয়ার সময় জাতিসংঘের গাড়িটি তাদেরকে রুট সম্পর্কে কোনো ধারণা দেয়নি।