গাজীপুরে বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহতের খবরে সড়ক অবরোধ, গাড়িতে আগুন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের তারগাছ এলাকায় বাস চাপায় একটি কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবরে চারটি বাসে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার শ্রমিক ও স্থানীয়রা।
শনিবার (৩০ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর ছড়ায়। এমন খবরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বাসে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
নিহত মুন্নাফ মালিতা (৫২) অনন্ত ক্যাজুয়েল কারখানার নিরাপত্তা কর্মী। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাইলবাড়ীয়া মাঝপাড়া এলাকার ফকির চাঁদ মালিতার ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন গাছা থানার এসআই মোস্তফা কামাল। তিনি বলেন, ‘বাস চাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবরে চারটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শুনেছি মরদেহ টঙ্গীর শহীদ আহসান উল্ল্যাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে আছে।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস সদস্যরা পানি দেওয়া শুরু করবে, এমন সময় বিক্ষুব্ধরা আক্রমন করে। তাই ফায়ার সার্ভিস কাজ করতে পারেনি। এছাড়াও ২-৩ টি বাসে আগুন দেয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে খবর ছড়ায়। পরে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। পুলিশ রাত সাড়ে ১০টার দিকে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।