গ্রেপ্তারের পর জামিনে মুক্ত মঞ্জু

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গত রাতে ছাড়া পেয়েছেন। এর আগে বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে আটক করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। নব্বইয়ের দশকে এরশাদ সরকারের মন্ত্রী (যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) মঞ্জু ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারেও মন্ত্রী ছিলেন। সে সময় তিনি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব। পরে তিনি দল ভেঙে আলাদা সংগঠন শুরু করেন, যা এখন জাতীয় পার্টি (মঞ্জু) হিসেবে পরিচিত। ২০১৪ সালের ১২ জানুয়ারি আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করলে মঞ্জুকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দপ্তর পাল্টে মঞ্জুকে তিনি দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব।

পিরোজপুর-২ আসন থেকে ছয়বার (১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪, ২০১৮) নির্বাচিত এমপি। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মঞ্জু। তার বাবা তফাজ্জল হোসেন মানিক মিয়া ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত ইত্তেফাকের সম্পাদক ছিলেন। বর্তমানে আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেন ইত্তেফাকের সম্পাদক।

তিনি ১৯৯৬-২০০১ সময়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights