চাঁপাইনবাবগঞ্জে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ অস্বীকার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একডেমীর কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল।

বুধবার সকালে শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, শিল্পকলা একাডেমীর কতিপয় শিল্পী নিজেদের ফায়দা লুটতে না পেরে তার বিরুদ্ধে এসব অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছে। এমনকি তারা সংবাদ সম্মেলন করেও সেই মিথ্যা অভিযোগ উত্থাপন করেছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক গৌরী চন্দ্র সিতু, তন্বী বিশ্বাস, মো. আলাউদ্দিন, গম্ভীরা শিল্পী মাহবুবুল আলমসহ অন্যরা।

প্রসঙ্গত, মঙ্গলবার বৈষম্যবিরোধী শিল্পী সমাজের ব্যানারে কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সালের বিরুদ্ধে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights