ছাত্র হোস্টেল চালুসহ ৭ দফা দাবিতে মিছিল ও সমাবেশ

গাইবান্ধা সরকারি কলেজের হোস্টেল চালুসহ ৭ দফা দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা সরকারি কলেজ সংসদ এর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, কোষাধ্যক্ষ মিশু আক্তার, প্রচার প্রকাশনা সম্পাদক রাজিয়া সুলতানা, সদস্য জুই আক্তার, রেজওয়ান মাহমুদ, মেহেদী হাসান।

এ সময় বক্তারা গাইবান্ধা সরকারি কলেজে বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য বাস সার্ভিস চালু করণ, শিক্ষক সংকট নিরসন, শিক্ষক পরিষদের পরিচালনয় ক্যান্টিন চালু করণ, সেমিনারে কাক্ষিত বই সরবরাহ ও মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাস রুম নিশ্চিত করণ, স্বাস্থ্য সম্মত ওয়াশরুম ও কমন রুম পরিবেশ নিশ্চিত করণ ও ছাত্র সংসদ খুলে দেওয়ার দাবি জানান। বক্তারা অবিলম্বে ওই ৭দফা দাবি পূরণের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights