‘জামায়াতে ইসলামী আল্লাহ প্রদত্ত ৪ দফা বাস্তবায়নে কাজ করছে’
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার বলেছেন, জামায়াতে ইসলামী আল্লাহ প্রদত্ত ৪ দফা বাস্তবায়নে কাজ করছে। এগুলো হলো নামাজ কায়েম করা, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়ন, অন্যায় অনিয়ম প্রতিহত করা এবং কল্যাণ প্রতিষ্ঠা করা।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ইছাখালী বালুর মাঠ প্রাঙ্গণে কায়েত পাড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মমিনুল হক আরোও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ৪ দফা কর্মসূচিকে সামনে রেখে এই দেশে আল্লাহর আইন বাস্তবায়নে চেষ্টা করছে। আগামী দিনে এই কাফেলায় আপনাদের শরিক হওয়ার জন্য আহবান করছে।
জামায়াতের কায়েতপাড়া ইউনিয়ন সভাপতি মহিউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও কায়েতপাড়া ইউনিয়ন সেক্রেটারি আমজাদ হোসেনের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন জামাতের নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, রূপগঞ্জ দক্ষিণ আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, ঢাকা মহানগর দক্ষিণ মজলিসে শুরা সদস্য মাওলানা মিজানুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার হোসাইন মোল্লা, রূপগঞ্জ উপজেলা পশ্চিম আমির মাওলানা ফারুক আহমেদ, নারায়ণগঞ্জ জেলা জামাতের শুরা সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন, জামায়াতের উপজেলা পশ্চিম সেক্রেটারি হানিফ ভুঁইয়া, পশ্চিম এর আইন বিষয়ক সম্পাদক মোবারক হোসেন দুলাল প্রমুখ।