টঙ্গীতে বিএনপির অবস্থান কর্মসূচি
টঙ্গী প্রতিনিধি:
টঙ্গীর বিভিন্ন গার্মেন্টস কারখানায় নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ভাংচুরের প্রতিবাদে মঙ্গলবার টঙ্গী বিসিক এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করেন।
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক কর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এসময় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবি আদায়ের নামে কিছু লোক শ্রমিকদের ব্যবহার করে আন্দোলনের নামে নানা ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। অনেক কারখানা মালিক ও প্রশাসনের লোকজন আমাদের সহযোগিতা চেয়েছেন। তাই আমরা নেতাকর্মীদের নিয়ে আজ মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছি।