ডিআরইউ সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল
নিজস্ব প্রতিবেদক
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৫টায়। ভোট গণনা শেষে জানা গেছে, সভাপতি হিসেবে আবু সালেহ আকন পেয়েছেন ৮০১ ভোট। সম্পাদক হিসেবে মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৫৪৯।
ডিআরইউর সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল
নির্বাচনে সহ-সভাপতি পদে গাযী আনোয়ার (৬৯৮), যুগ্ম সম্পাদক পদে নাদিয়া শারমিন (৭২৩), অর্থ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হাই তুহিন (৫৫০), দপ্তর সম্পাদক পদে রফিক রাফি (৬৮৩), নারীবিষয়ক সম্পাদক পদে রোজিনা রোজি (৯০৭), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী (৭৮২), তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক ( ৬৩২), ক্রীড়া সম্পাদক পদে মুজিবুর রহমান (৭৯২), আপ্যায়ন সম্পাদক পদে সালিম উল্লাহ মেজবাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছে।
এছাড়া সদস্য পদে জুনায়েদ শিশির, আখতারুজ্জামান, বোরহান উদ্দিন, আমিনুল হক ভূঁইয়া, ফারুক আলম, সুমন চৌধুরী, মো. সলিম উল্ল্যা নির্বাচিত হয়েছেন।