ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বুধবার

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি বুধবার প্রকাশিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারি এস এম ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কমিটি প্রকাশ করব ইনশাআল্লাহ। কমিটি প্রকাশের আগে কত সদস্যবিশিষ্ট হবে তা আপাতত না বলি। সংখ্যাটা এখনও কাউকে বলিনি। তবে আমাদের কমিটিগুলো লোক দেখানোর জন্য অন্যান্যদের মতো এত বড় হয় না। যেটুকু প্রয়োজন হয়, সেটুকুই দেওয়া হবে।
ঢাবি শিবিরের সেক্রেটারি আরও বলেন, আমাদের কমিটিগুলো সাধারণত ১৫, ১৮ অথবা সর্বোচ্চ ২০ সদস্যবিশিষ্ট হয়ে থাকে। আমাদের যেই কয়টা বিভাগ, তা চালানোর জন্য যতজন লাগে, সেই অনুযায়ী রাখা হয়। বাকিরা কমিটির বাইরে মেম্বার হিসেবে থাকে। স্বাভাবিক সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের সারাদেশের কমিটিগুলোও এরকম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কমিটি প্রকাশ করা হবে কি না-এমন প্রশ্নের জবাবে এস এম ফরহাদ বলেন, আমাদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি প্রকাশ করা হবে। হলগুলোতে ওইভাবে কমিটি দেওয়া হয় না। বিশ্ববিদ্যালয় কমিটিই হলগুলোকে তত্ত্বাবধান করবে। এজন্য হলে আলাদা কমিটি লাগে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights