তারাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার বিকাল ৩টায় ঐশী রাইস মিল প্রাঙ্গনে তারাকান্দা উপজেলা বিএনপির আয়োজনে আ‌লোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। বিএনপি নেতা রাসেল মন্ডলের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, কাজি আব্দুল বাতেন, শামসুল হুদা, আব্দুল মালেক আর্মি, শামীম তালুকদার, রাকিব তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, উত্তর জেলা মৎস্যজীবীদলের সভাপতি হযরত আহমেদ সাকিব, জাতীয়তাবাদী আইন ফোরামের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট নজরুল ইসলাম ইসমাইল, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, শ্রমিক দলের আহ্বায়ক পাভেল মন্ডল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হেকিম মন্ডল এবং দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামাদলের নেতা মাওলানা মোবারক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights