তুরস্ককে হারিয়ে ২০ বছর পর সেমিফাইনালে নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া তুরস্ক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষেও দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তরুণ তারকা আর্দা গুলেরের অসাধারণ অ্যাসিস্টে তুরস্ক এগিয়ে যায়। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি, মাত্র ৬ মিনিটের এক ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায় তুরস্কের।

শনিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। এদিন ৩৫ মিনিটে সামেত আকায়দিনের গোলে তুরস্ক প্রথমে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে স্তেফান ডি ভার্জের গোলে নেদারল্যান্ডস সমতায় ফেরে এবং ৭৬ মিনিটে মের্ত মাল্ডারের আত্মঘাতী গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত প্রাণপণে চেষ্টা করেও তুরস্ক এই গোল শোধ করতে পারেনি।

দীর্ঘ ১৬ বছর পর সেমিফাইনালের হাতছানি ছিল তুরস্কের সামনে। বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম ছিল তুর্কি সমর্থকদের দখলে। ঘরের মাঠের আবহে শুরু থেকেই তুর্কিরা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং প্রথমার্ধে দারুণ এক গোল করে এগিয়ে যায়। আর্দা গুলেরের ক্রসে হেড করে দারুণ এক গোল করেছিলেন আকায়দিন। কিন্তু শেষ পর্যন্ত তার দল হেরে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই।
দ্বিতীয়ার্ধে ডাচরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। গোল শোধ করে চাপ বাড়াতে থাকে আরও। এরপর তুর্কি গোলরক্ষক ও ডিফেন্ডার মের্ত মাল্ডারের ভুল বোঝাবুঝিতে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। সেই ব্যবধান ধরে রেখেই দীর্ঘ ২০ বছর পর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রোনাল্ড কোএমানের শিষ্যরা। এর আগে ২০০৪ সালে শেষবার ইউরোর সেমিফাইনালে খেলেছিল ডাচরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights