নারায়ণগঞ্জে হিন্দু ধর্মালম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে হিন্দু ধর্মালম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের একটি রেস্তােরাঁয় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষ সকলে মিলে দেশ গড়বো। আমাদেরকে একটি দল এতদিন দূরে সরিয়ে রেখেছিলা। এখন সেই অপশক্তিমুক্ত হয়েছে। এখন থেকে আমরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তুলবো এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। আমাদের এক পরিচয় আমরা সবাই বাংলাদেশী। আমাদের মাঝে আর কোনো ভেদাভেদ থাকবে না।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি জাকির হোসাইন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৗেধুরী বাপ্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights