নির্বাচনী প্রচারে হাত ধরে একসঙ্গে বাইডেন ও কমলা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সোমবার প্রথমবার একসঙ্গে নির্বাচনী প্রচার চালিয়েছেন। বাইডেন সম্প্রতি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে স্বীকৃতি দেওয়ার পর এটি তাদের প্রথম যৌথ প্রচারণা। তারা পেনসিলভানিয়ার পিটসবার্গে শ্রমিক সংঘের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রায় ৬০০ সমর্থকের উদ্দেশ্যে বক্তব্য দেন।

বাইডেন বলেন, `আমি ও কমলা একসঙ্গে দেশকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ। তিনি (কমলা) আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন, আমি তাকে সবভাবে সহায়তা করব।’

বাইডেন ডেমোক্র্যাট দল থেকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। তবে ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর দলীয় সমর্থন কমে যাওয়ায় তিনি সরে দাঁড়ান এবং কমলাকে সমর্থন দেন। বাইডেন বলেন, ‘কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’
কমলা হ্যারিসও বাইডেনের প্রশংসা করে বলেন, জো বাইডেন আমাদের দেখা অন্যতম রূপান্তরকারী প্রেসিডেন্ট এবং তিনি আন্তরিকতা থেকেই কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights