নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে নাটোরে বিএনপির বিক্ষোভ

নাটোর প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির শেষ দিনে ৭ জানুয়ারি ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার সকালে নাটোর সদরে হালসা ইউনিয়ন বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর হালসা বাজারে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, হালসা ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক মাজেদ মন্ডল, সহ সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি মোখলেছুরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, ৭ জানুয়ারি ভোট বর্জনের মধ্যে দিয়ে সরকারকে লাল কার্ড দেখাতে হবে। বিরোধী দলগুলো এই ভোটে অংশ নিচ্ছে না। প্রহসনের এই ডামি নির্বাচন সাধারণ জনগণ মানবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights