পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি
অনলাইন ডেস্ক
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
বুধবার তিনি এ পদত্যাগের কথা জানান।
অন্তর্বর্তী সরকার গত ২৮ আগস্ট আগের সরকারের নিয়োগ বাতিল করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।
আওয়ামী লীগ সরকারের আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করে আসা সুজিত চ্যাটার্জি এ নিয়োগেও ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পুনরায় নিয়োগ পান।
এ নিয়োগের পর সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী বিক্ষোভ করে আসছিলেন। তাদের দাবি, শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব পালন করে আসা ১৫ জন আইন কর্মকর্তাকে ফের ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বাদ দিতে হবে। এ নিয়ে প্রায় প্রতিদিন তারা বিক্ষোভ করে আসছিলেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।