পাকিস্তানের বিদায় ঘণ্টা কি বেজেই গেল?

অনলাইন প্রতিবেদক

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিল বলছে সবুজ জার্সিধারী পাকিস্তানের সামনে কেবল লাল বিপদ চিহ্ন। টানা ‍দুই হারে পাকিস্তানের সুপার এইটে পা রাখার স্বপ্ন ফিকে প্রায়। এখন বাবর আজমদের হাতে আর তেমন কিছু নেই, আঙুলের কর গুণে মেলাতে হবে বহু যদি কিন্তুর হিসেব নিকেশ।

এই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। পাকিস্তান আর আয়ারল্যান্ডকে হারিয়ে রোহিতের দল পকেটে পুরেছে পাক্কা চার পয়েন্ট। রান রেটেও তারা বেশ এগিয়ে।

পয়েন্ট তালিকার দুইয়ে থাকা যুক্তরাষ্ট্রের থলেতেও আছে চার পয়েন্ট। তারাও পাকিস্তানকে হারিয়েছে। সেই সাথে নিজেদের প্রথম ম্যাচে কানাডাকেও তুলোধুনো করেছে।
দুই ম্যাচে এক জয় পাওয়া কানাডা আছে পয়েন্ট টেবিলের তিনে। চারে আছে টানা দুই ম্যাচ হারা পাকিস্তান। পাঁচে রয়েছে টানা দুই ম্যাচ হারা আয়ারল্যান্ড।

এবার খালি চোখের হিসেবই বলছে ভারতের সামনে আর তেমন কোনো কঠিন বাধা নেই। যুক্তরাষ্ট্র আর কানাডাকে রোহিতের দল কোনো অঘটন না ঘটলে সহজেই হারিয়ে দেবে। আবার যুক্তরাষ্ট্রও আইরিশদের হারিয়ে দিতে পারে। ফলে তিন জয় নিয়ে তারা হবে সুপার এইটে এই গ্রুপ থেকে যাওয়া দ্বিতীয় দল।

আবার যুক্তরাষ্ট্র টানা দুই ম্যাচে হারলেও পাকিস্তানের সুযোগ থাকবে কম। কারণ পাকিস্তান বড় ব্যবধানে না জিতলে রান রেটের জোরে মার্কিনিরাই যাবে পরের রাউন্ডে। সবমিলিয়ে বাড়ি ফেরার বিমানে এক পা দিয়েই রেখেছে পাকিস্তান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights