ফরিদপুরে সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর নামে মামলা

ফরিদপুর প্রতিনিধি

সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার মামলা হয়েছে। মঙ্গলবার ফরিদপুর দ্রুত বিচার আদালতে এ মামলাটি দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক দলেরা আহ্বায়ক কমিটির সদস্য মো. দিলদার হোসেন সবুজ।

ফরিদপুর জেলা ১ নম্বর আমলি আদালতের (দ্রুত বিচার) বিচারক নাসিম মাহমুদ মামলাটি গ্রহণ করে কোতয়ালী থানার ওসিকে নথিভুক্ত করার নির্দেশ দেন।

মামলায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর, যুবলীগের সাবেক আহ্বায়ক নাজমুল হাসান খন্দকার লেভি, ছাত্রলীগ নেতা সুপ্ত খানসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন-মো. সাদমান সৌমিক, তানিজর হাসান শোভন, সাইফুল ইসলাম জীবন, রবিউল মোল্লা, লিটন মোল্লা, শাহিনুজ্জামান সোহান, সুমন খান ওরফে লেডিস সুমন, অমিত সরকার, সাজিদ খান, জহুরুল শেখ, আতিয়ার শেখ

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিতে গিয়ে সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে আহত হন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ কয়েক নেতা। সে সময় সন্ত্রাসীরা বিএনপির বেশ কয়েকজন নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। সেই সময় থানায় মামলা করতে গেলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মামলা করতে দেওয়া হয়নি বলে বাদী অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights