ফেনীতে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

ফেনী প্রতিনিধি

এক দফা দাবিতে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে নার্স ও মিডওয়াইফরা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন করে ফেনী নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

বুধবারও সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা।
আন্দোলনকারীরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করতে হবে। তাদের এই দাবি পূরণ না হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেওয়া এক দফা দাবি পূরণ না হওয়ায় তিন দিনের আল্টিমেটাম শেষে রবিবার এই কর্মসূচি ঘোষণা করে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights